ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন স্থগিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ৬ই মে ২০২৪


ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন স্থগিত
ফাইল ছবি

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে। আসন শূন্য হওয়ায় এতে  ৫ জুন  ভোট গ্রহণের কথা ছিল। 


সোমবার (৬ মে)  এক আদেশে এ সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। 


গত ১৬ মার্চ আ. লীগের সংসদ সদস্য আবদুল হাই মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়ে পড়ে। ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আ. লীগের মনোনয়ন পেতে ২৫ জন মনোনয়নপত্র জমা দেন। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন নায়েব আলী জোয়ার্দ্দার। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য।


আরও পড়ুন: প্রিসাইডিং অফিসারের আঙুলের ছাপে দেওয়া যাবে ভোট


এর আগে গত ৭ জানুয়ারি ভোটের পর লিভার সিরোসিস ও ফুসফুসে নিউমোনিয়া নিয়ে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন আবদুল হাই। পরে ১৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুদগ্রাদ হাসপাতালে ভর্তি হন। বেশ কিছুদিন লাইভ সাপোর্টে থাকার পর তিনি মৃত্যু বরন করেন।   


আরও পড়ুন: ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়ন বাতিল


২০০১ সালে বিএনপির সংসদ সদস্য আব্দুল ওহাবকে পরাজিত করে প্রথম শৈলকুপা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ঝিনাইদহ জেলা আ. লীগের সভাপতি আব্দুল হাই। পরে তিনি ওই আসনে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।  গত ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ২১ নভেম্বর পর্যন্ত তিনি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

 

জেবি/এসবি