রাজধানীতে ৬০ কোটি টাকার খাস জমি উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫৭ অপরাহ্ন, ৭ই মে ২০২৪


রাজধানীতে ৬০ কোটি টাকার খাস জমি উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৬০ কোটি টাকা মূল্যের ৩২ শতাংশ খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। 


মঙ্গলবার (৭ মে)  ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) সার্বিক তত্ত্বাবধানে সরকারি খাস জমি উদ্ধারে অভিযান চালানো হয়।


আরও পড়ুন: কারওয়ান বাজার মোড়ে প্রাইভেটকারে আগুন


এসময় ঢাকা মহানগরের মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের আওতাধীন বড় সায়েক মৌজায় অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়।


আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২


অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক। মেসার্স রহমান সার্ভিস স্টেশনের দখলে থাকা বড় সায়েক মৌজার আরএস ও সিটি ১ নম্বর খতিয়ানের আরএস ২৮ নম্বর দাগ এবং সিটি ৮০৪ নম্বর দাগের ৩২ শতক জমি উদ্ধার করা হয়।


জেবি/এসবি