‘কাচ্চি ভাই’র মালিক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ৮ই মে ২০২৪

রাজধানীর বেইলি রোডে হুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে গ্রেফতার করেছে সিআইডি।
মঙ্গলবার (৭ মে) রাতে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ইমিগ্রেশন পুলিশ সোহেল সিরাজকে আটক করে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে তুলে দেয়।
আরও পড়ুন: অভিযানের খবর পেয়ে বাথরুমে সিলিন্ডার লুকালো ‘কাচ্চি ভাই’
বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। ওই আগুনের ঘটনায় করা মামলায় সোহেল সিরাজসহ সাতজনকে গ্রেফতার করা হলো।
বুধবার (৮ মে) বিকেলে সিআইডির পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান সোহেল সিরাজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, “বেইলি রোডের আগুনের ঘটনায় করা মামলায় সোহেল সিরাজকে গ্রেফতার দেখানো হয়েছে।”
আরও পড়ুন: ট্রেড লাইসেন্স ব্যতীত কোনো কাগজপত্র দেখাতে পারেনি ‘কাচ্চি ভাই’, লাখ টাকা জরিমানা
গেল ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল কাচ্চি ভাই রেস্টুরেন্ট। ভবনটির অন্যান্য তলায়ও ছিল অনেকগুলো খাবারের দোকান। ওই অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মুরাদনগরের আলোচিত সেই ধর্ষণকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো র্যাব

পবিত্র আশুরা উপলক্ষে মানতে হবে কিছু নিষেধাজ্ঞা: ডিএমপি

এভসেকের নতুন ইউনিফর্ম উদ্বোধন করলেন বেবিচক চেয়ারম্যান

রাজবাড়ীতে মাদক-সন্ত্রাসের ভয়াল ছোবল, ঢাকায় যুবকের প্রতিবাদী অবস্থান
