‘কাচ্চি ভাই’র মালিক ২ দিনের রিমান্ডে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ৮ই মে ২০২৪


‘কাচ্চি ভাই’র মালিক ২ দিনের রিমান্ডে
‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজ- ফাইল ফটো

রাজধানীর বেইলি রোডে হুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বুধবার (৮ মে) তাকে আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৫দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে, রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামির আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক আসামির জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।


আরও পড়ুন: ‘কাচ্চি ভাই’র মালিক গ্রেফতার


এর আগে, মঙ্গলবার (৭ মে) রাতে মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরেন সোহেল সিরাজ। বিমানবন্দরে অবতরণের পরপরই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে মামলার তদন্ত সংস্থা সিআইডির হাতে তুলে দেয়। 


আরও পড়ুন: অভিযানের খবর পেয়ে বাথরুমে সিলিন্ডার লুকালো ‘কাচ্চি ভাই’


উল্লেখ্য,গেল ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ঐ ভবনের দ্বিতীয় তলায় ছিল কাচ্চি ভাই রেস্তোরাঁ।


ভবনটিতে ছড়িয়ে পড়া আগুনে ৪৬ জন মারা মারা যান। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। এ নিয়ে ঐ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।


জেবি/এসবি