পাকিস্তানে ঘুমিয়ে থাকা ৭ নাপিতকে গুলি করে হত্যা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ৯ই মে ২০২৪


পাকিস্তানে ঘুমিয়ে থাকা ৭ নাপিতকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

পাকিস্তানে একসাথে সাতজন নাপিতকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ মে) দেশটির বেলুচিস্তানের বন্দরনগরীতে এ লোহমর্ষক ঘটনা ঘটে। এ খবর প্রকাশ করা হয়েছে জিও নিউজের এক প্রতিবেদনে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমন্ত অবস্থায় সাত জন নাপিতকে একসাথে গুলি করে হত্যা করা হয়েছে।


গোয়াদর পুলিশ স্টেশন হাউস অফিসার (এসএইচও) মহসিন আলি জানান, অজ্ঞাত বন্দুকধারীরা সুরবান্দর এলাকার গোয়াদরের ফিশ হারবারের কাছে একটি আবাসিক কোয়ার্টারে নাপিতদের ওপর অতর্কিত গুলি চালান। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন।


আরও পড়ুন: স্কুলছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে গর্ভবতী শিক্ষিকা


পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, হতাহতরা ওই অঞ্চলে একটি নাপিতের দোকানে কাজ করতেন এবং পাঞ্জাবের খানেওয়াল এলাকার বাসিন্দা ছিলেন। মহসিন আলি জিও নিউজকে জানিয়েছেন, ইতোমধ্যে নিহত সাতজনের লাশ এবং আহত একজনকে গোয়াদর হাসপাতালে নেওয়া হয়েছে।


আরও পড়ুন: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরও এক দেশ


বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন নিহতদের পরিবারের প্রতি। সম্প্রতি দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা অনেকটাই বেড়েছে। তবে সবশেষ এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।


জেবি/আজুবা