কমিউনিটি সেন্টারে কোটি টাকার কাবিনে ব্যাঙের বিয়ে সম্পন্ন


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ৯ই মে ২০২৪


কমিউনিটি সেন্টারে কোটি টাকার কাবিনে ব্যাঙের বিয়ে সম্পন্ন
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় বৃষ্টির আশায় কোটি টাকার কাবিন করে ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (৩ মে) সন্ধ্যায় আটপাড়া উপজেলার বাঁশাটি খানসাব বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে এ বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়।


বিসিবিতে কর্মরত এম আর খান মামুন এ বিয়ের আয়োজন করেন। আর তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে সঙ্গী খুঁজছেন তিনি


মানুষের বিয়ের মতো আয়োজনেই ঘটা করে ব্যাঙের বিয়ে দেন আয়োজকরা। সাথে ছিল অতিথিদের আপ্যায়নেরও ব্যবস্থা। ব্যতিক্রমী এ বিয়ে দেখতে জড়ো হন উৎসুক জনতা। দিনভর বিভিন্ন আয়োজন শেষে সন্ধ্যায় কলাগাছের মণ্ডপ তৈরি করে ব্যাঙের বিয়ে দেওয়া হয়।

 

ব্যতিক্রমী এ বিয়ের প্রসঙ্গে আয়োজক এম আর খান মামুন বলেন, প্রাচীন ধারণা থেকেই আমরা এ ধরনের আয়োজন করেছি। আগেরকার দিনের মানুষজন এসব রীতিতে বিশ্বাস করতেন।


আরও পড়ুন: সন্ধান মিলল ৩৭০০ বছরের পুরনো লিপস্টিকের!


আটপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী বলেন, আটপাড়া উপজেলার বাশাঁটি গ্রামে কমিউনিটি সেন্টারে বেশ ঘটা করে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছে। আমার চাচা শ্বশুর এ বিয়ের আয়োজনে বড় ভূমিকা রেখেছেন। শুক্রবার বিয়ে ছিল। শনিবার (৪ মে) বরের বাড়িতে আমরা দাওয়াত খেতে এসেছি। মনে হচ্ছিল এটি পুরাতন রীতি হলেও রীতিমতো এটা বিয়ের আয়োজন।


এ সময় তিনি আরও বলেন, কাজী এনে কোটি টাকার কাবিনে বিয়ে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমেই আমরা আকাশে বৃষ্টির দেখাও পেয়েছি।


এমএল/