শক্তিশালী সৌরঝড় পৃথিবীতে আঘাত হানল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ১১ই মে ২০২৪


শক্তিশালী সৌরঝড় পৃথিবীতে আঘাত হানল
ছবি: সংগৃহীত

পৃথিবীতে একটি শক্তিশালী সৌরঝড় আঘাত হেনেছে। 


শুক্রবার (১০ মে) রাতে এ ঘটনা ঘটে। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


সৌরঝড়ের কারণে স্যাটেলাইট ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, গত দুই দশকের মধ্যে আঘাত হানা এটিই সবচেয়ে ব শক্তিশালী সৌরঝড়।


আরও পড়ুন: যে ভয়ানক ভূমিকম্পে ৮ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল


মার্কিন সংস্থা স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, সূর্য যখন প্রচুর পরিমাণে শক্তি উগরে দেয় বা নির্গত করে ঠিক সেই সময়ই এই রকম ভূচৌম্বকীয় ঝড়ের সৃষ্টি হয়।


এদিকে এই সৌরঝড়ের ফলে উত্তর ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে অরোরা বা মেরুজ্যোতি দেখা গেছে।


আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, সূর্য তার ১১ বছরের দীর্ঘ সৌরচক্র অতিক্রম করছে। এই কারণে, করোনাল ম্যাস ইজেকশন এবং সৌর শিখা ঘটছে, আর যা ২০২৫ সাল পর্যন্ত চলতে থাকবে।


আরও পড়ুন: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরও এক দেশ


এই সৌর ঝড়ের কারণে স্যাটেলাইটে শর্ট সার্কিট হয়। পাওয়ার গ্রিড ক্ষতির মুখে পড়ে। এসব কারণে মহাকাশচারীদের জীবনও বেশ হুমকির মুখে পড়তে পারে। এদিকে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের সাথে প্রতিক্রিয়া ঘটিয়ে বিঘ্ন ঘটাতে পারে বিদ্যুৎ পরিষেবাসহ কৃত্রিম উপগ্রহের সাথে যোগাযোগ ব্যবস্থাতেও।


এমএল/