বিএডিসিতে ফসল ক্যাফেটেরিয়া মূল্যায়ন ইভেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১২ই মে ২০২৪
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে ফসল ক্যাফেটেরিয়া মূল্যায়ন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মে) টাঙ্গাইলের মধুপুরে অবস্থিত বিএডিসি’র বীজ উৎপাদন খামারে এ ইভেন্ট অনুষ্ঠিত হয়।
ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ।
আরও পড়ুন: বিএডিসিতে জীবপ্রযুক্তি প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ সংশ্লিষ্ট সকলকে নিয়ে মধুপুর বীজ উৎপাদন খামারে দন্ডায়মান বোরো ধানের বীজ উৎপাদন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক বিশুদ্ধ ও মানসম্পন্ন বীজ উৎপাদনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণে অধিকতর আন্তরিক ও সচেষ্ট হওয়ার নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: বিএডিসিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
এ সময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবিরসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেবি/এসবি