চলতি মে মাসের ১০ দিনে প্রবাসী আয় এলো ৮১ কোটি ৩৭ লাখ ডলার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১৩ই মে ২০২৪


চলতি মে মাসের ১০ দিনে প্রবাসী আয় এলো ৮১ কোটি ৩৭ লাখ ডলার
ফাইল ছবি

চলতি মে মাসের প্রথম ১০ দিনে প্রবাসী আয়(রেমিট্যান্স) এসেছে ৮১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যা ১০ দিনের প্রতি দিনে গড়ে এসেছে ৮ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ডলার। যা আগের মাসের তুলনায় বেশি।


সোমবার (১২ মে) এ তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। 


আরও পড়ুন: রাশিয়া-বাংলাদেশ চেম্বারের ৩০ বছর পূর্তি উদযাপন


বাংলাদেশ ব্যাংকের থ্য অনুযায়ী,  ঈদের মাস এপ্রিলে প্রতি দিনে এসেছিল ৬ কোটি  ৮১ লাখ ২ লাখ ডলার। আর আগের বছরের মে মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৫ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৬৬৬ ডলার। এ হিসাবে চলতি মাসের ১০ দিনে প্রবাসী আয়ে ঊর্ধ্বগতি রয়েছে।


আরও পড়ুন: ন্যাশনাল ব্যাংক ১৮ কোটি জনগণের ব্যাংক


তথ্য বিশ্লেষণ করলে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৯ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ডলার; বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ লাখ ৬০ হাজার ডলার; বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৭১ কোটি ৫১ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ লাখ ৪০ হাজার ডলার।


জেবি/এসবি