হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ১৩ই মে ২০২৪
হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বৃদ্ধি করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৩ মে) সকালে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান প্রধানমন্ত্রীর সাথে গণভবনে সাক্ষাত করতে এলে তিনি এই আহ্বান জানান।
সভা শেষে প্রধানমন্ত্রী হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বৃদ্ধির বিষয়টি উত্থাপন করলে রাষ্ট্রদূত বলেন, “যেসব হজ যাত্রী এখনও হজ পালনের জন্য ভিসা পাননি তাদের ভিসা প্রদানের উদ্যোগ নিচ্ছি। বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ১০ হাজারের বেশি হজ যাত্রী ভিসা পাননি।”
আরও পড়ুন: মেয়েদের চেয়ে ছেলেরা কেন পিছিয়ে তা খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ
সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহ প্রকাশ করেন এবং সেসব প্রকল্পের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, “যাচাই-বাছাই এবং পরীক্ষা শেষে বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ নেবে।”
ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য আরেকটি চালান প্রস্তুত করছে এবং ইতোমধ্যে বাংলাদেশ দুইবার সহায়তা পাঠিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার কয়েকটি মিত্র ছাড়া পুরো বিশ্ব ফিলিস্তিনের সঙ্গে রয়েছে।”
আরও পড়ুন: তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
সৌদি রাষ্ট্রদূত উল্লেখ করেন,“ তার দেশে প্রায় ৩২ লাখ বাংলাদেশি রয়েছেন, যারা বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনীতিতে অবদান রাখছেন।”
প্রধানমন্ত্রী সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বৈধ পন্থায় ঢাকায় প্রবাসী আয় পাঠাতে উৎসাহিত করার পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
সূত্র : বাসস
জেবি/এসবি