Logo

মালয়েশিয়ায় বন্যহাতির আক্রমণে বাংলাদেশির মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মে, ২০২৪, ২১:২১
113Shares
মালয়েশিয়ায় বন্যহাতির আক্রমণে বাংলাদেশির মৃত্যু
ছবি: সংগৃহীত

মৃত্যু হওয়া ওই বাংলাদেশির নাম মো. নওশের আলী। তিনি বৃক্ষরোপণকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

মালয়েশিয়ায় বন্যহাতির আক্রমণে এক বাংলাদেশি প্রাণহানি হয়েছে। 

রবিবার (১২ মে) দেশটির পোস ব্লাউয়ের কাম্পুং ওম শহরে এ ঘটনা ঘটে। সোমবার (১৩ মে) মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

দেশটির গুয়া মুসাং জেলা পুলিশের প্রধান সিক চুন ফু বলেন, “মারা যাওয়া ওই বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। তিনি এক সহকর্মীর সঙ্গে বনায়নের কাজ শেষ করে বাসায় ফেরার পথে বন্যহাতির আক্রমণের শিকার হন।”

বিজ্ঞাপন

মৃত্যু হওয়া ওই বাংলাদেশির নাম মো. নওশের আলী। তিনি বৃক্ষরোপণকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, আক্রমণের শিকার হওয়ার পর তারা পালানোর সুযোগ পাননি। এছাড়া ভিকটিমের পাশে হাতির পায়ের ছাপ পাওয়া গেছে।”

বিজ্ঞাপন

জেলা পুলিশের প্রধান জানিয়েছেন, হাতির আক্রমণে ওই যুবক শুরুতর আহন হন। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মৃত্যু হওয়া  ওই বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য গুয়া মুসাং হাসপাতারে নেওয়া হয়েছে। এ ঘটনায় আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সম্মানে কোনো ধরনের গুঞ্জন না ছড়ানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD