মালয়েশিয়ায় বন্যহাতির আক্রমণে বাংলাদেশির মৃত্যু


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ১৪ই মে ২০২৪


মালয়েশিয়ায় বন্যহাতির আক্রমণে বাংলাদেশির মৃত্যু
ফাইল ছবি

মালয়েশিয়ায় বন্যহাতির আক্রমণে এক বাংলাদেশি প্রাণহানি হয়েছে। 


রবিবার (১২ মে) দেশটির পোস ব্লাউয়ের কাম্পুং ওম শহরে এ ঘটনা ঘটে। সোমবার (১৩ মে) মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।


দেশটির গুয়া মুসাং জেলা পুলিশের প্রধান সিক চুন ফু বলেন, “মারা যাওয়া ওই বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। তিনি এক সহকর্মীর সঙ্গে বনায়নের কাজ শেষ করে বাসায় ফেরার পথে বন্যহাতির আক্রমণের শিকার হন।”


মৃত্যু হওয়া ওই বাংলাদেশির নাম মো. নওশের আলী। তিনি বৃক্ষরোপণকর্মী হিসেবে কর্মরত ছিলেন।


আরও পড়ুন: দেশে ফেরা হলো না দেলোয়ারের, বিমানে ওঠার আগে মৃত্যু


সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, আক্রমণের শিকার হওয়ার পর তারা পালানোর সুযোগ পাননি। এছাড়া ভিকটিমের পাশে হাতির পায়ের ছাপ পাওয়া গেছে।”


আরও পড়ুন: মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি অভিবাসী আটক


জেলা পুলিশের প্রধান জানিয়েছেন, হাতির আক্রমণে ওই যুবক শুরুতর আহন হন। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


তিনি আরও জানান, মৃত্যু হওয়া  ওই বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য গুয়া মুসাং হাসপাতারে নেওয়া হয়েছে। এ ঘটনায় আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সম্মানে কোনো ধরনের গুঞ্জন না ছড়ানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।


জেবি/এসবি