মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি অভিবাসী আটক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ৫ই মে ২০২৪


মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি অভিবাসী আটক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পাহাং-এ ১০ বাংলাদেশিসহ ৩০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।


শুক্রবার (৩ মে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, শুক্রবার (৩ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে শনিবার ভোর ৪টা পর্যন্ত। আটকদের মধ্যে বাংলাদেশের ১০ জন, ইন্দোনেশিয়ার ১০, থাইল্যান্ড ৭, মিয়ানমার ২ এবং কম্বোডিয়ার একজন নাগরিক রয়েছেন। যাদের বয়স ২২ থেকে ৫১ বছরের মধ্যে।


আরও পড়ুন: নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশি


অভিবাসন বিভাগ বলছে, ১৮ জন অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের কারণে ৩০ জনকে আটক করা হয়।


অধিক তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে আটক ব্যক্তিদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে জড়িত বাড়ির মালিককে খুঁজে বের করা হবে বলে অভিবাসন বিভাগ বিবৃতিতে জানিয়েছে।


আরও পড়ুন: মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক


অবৈধ অভিবাসীদের অবস্থানের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য রাজ্যের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


জেবি/এসবি