আজ অনলাইনে রোমান্স করার দিন
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪
আগে যা কিছু অফলাইনে চলতো এখন তার প্রায় সবই মেলে অনলাইনে। প্রযুক্তির কল্যাণে অনেক কিছুই এখন হাতের মুঠোয়। একটা সময় ছিল যখন পছন্দের মানুষটিকে মনের কথা বলতেও অনেক সময়ের ব্যাপার ছিল। যা এখন একটি মেসেজ বা কলেই জানিয়ে দেওয়া সম্ভব।
এছাড়াও প্রযুক্তির কারণে লম্বা দূরত্বের (লং ডিসট্যান্স) সম্পর্কের জনপ্রিয়তাও বাড়ছে। অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে স্থান, কাল ও ভাষার জড়তা অনেক কমে গেছে বলে অ্যাপ ব্যবহারকারীরা মনে করেন। বর্তমানে গ্রামীণ এলাকার মানুষের মধ্যেও ডেটিং অ্যাপ ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে।
আরও পড়ুন: নিজের রেকর্ড নিজে ভেঙে ২৯তম বার এভারেস্ট জয়
১৪ মে দিনটি অনলাইনে রোমান্স করার দিন। ন্যাশনাল টুডে অবলম্বনে এই দিনটি পালন করে অনেকেই।
গেল কয়েকদশক থেকেই অনলাইনেও জনপ্রিয়তা পেয়েছে ডেটিং। যেখানে সহজেই মানুষ চাইলে এক স্থান থেকে অপর দেশে যোগাযোগ স্থাপন করতে পারে বা ডেটিং করতে পারে।
আরও পড়ুন: কমিউনিটি সেন্টারে কোটি টাকার কা?বিনে ব্যাঙের বিয়ে সম্পন্ন
প্রতি বছরের এ দিনটি পালন করে বিশ্বের নানা প্রান্তের নানা বয়সী মানুষেরা।
গত ১৯৬৫ সালে ম্যাচ ডটকম সর্বপ্রথম অনলাইনে ডেটিং বা রোমান্স চালু করে। পরে ২০০৭ সাল নাগাদ অনলাইন ডেটিং ছিল দ্বিতীয় জনপ্রিয় অনলাইন পেইড পরিষেবা। এভাবেই সারাবিশ্বে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে অনলাইন ডেটিং।
জেবি/এসবি