মিশা-ডিপজল কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ১৫ই মে ২০২৪


মিশা-ডিপজল কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনের বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।।


বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে।


নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে।


নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট করেন।


আরও পড়ুন: কৃষ্ণচূড়ার বনে ‘আগুন জ্বালালেন’ রুনা


এর আগে গেল ১৯ এপ্রিল এফডিসিতে শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতভর ভোটগণনা শেষে পরদিন সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।


নির্বাচনে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে সভাপতি পদে জয়লাভ করেন। একই পদে বিপক্ষ প্যানেলের মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হন।


আরও পড়ুন: ফের কি দ্বিতীয় স্বামীর ঘরেই ফিরতে চাইছেন মাহি?


অপরদিকে,  সাধারণ সম্পাদক পদে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার থেকে ১৬ ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ আক্তার। তিনি পান ২০৯ ভোট। মিশা-ডিপজল ছাড়াও তাদের প্যানেলের অধিকাংশ প্রার্থীই এই নির্বাচন জয়লাভ করেন।


জেবি/এসবি