করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী । করোনা আক্রান্ত হওয়ায় তিনি সচিবালয়ে আসছেন না।
বুধবার (১৫ মে) দুপুরেদুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এ কথা জানান।।
সচিব বলেন, “সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। তবে তিনি করোনা পজেটিভ, এ কারণে বৈঠকে সরাসরি উপস্থিত হননি।”
এসময় অর্থমন্ত্রী জুমে যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশের ফুচকা ইজ বেস্ট: ডোনাল্ড লু
মাহমুদুল হোসাইন আরও জানান, করোনা আক্রান্ত হলেও অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়নি। তাকে দেখলে সুস্থ-স্বাভাবিকই লাগছে। মনে হয়েছে তিনি ভালোই আছেন।
আরও পড়ুন: মুক্তিপণের পুরো টাকাই ফেরত পেল এমভি আবদুল্লাহ
দেশের ১৮তম অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। চলতি বছরের ১১ জানুয়ারি বঙ্গভবনে তিনি শপথ নেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন

দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের স্থির সমাবেশ

গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি দেশ চালাচ্ছে: তথ্য উপদেষ্টা

২০০ কোটির বেশি টাকা পাচারকারীদের চিহ্নিত করা হয়েছে: সালেহউদ্দিন
