আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪
চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। বছরের শুরুর চার মাস ডেঙ্গুর আক্রমণ কিছুটা কম থাকলেও আস্তে আস্তে তা বেশি হতে শুরু করেছে। ইতোমধ্যে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২১ জন।
বুধবার (১৫ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে এ বছর ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৫৪৫ জনে দাঁড়িয়েছে। আর শুধু চলতি মাসে ১৫ দিনে মারা গেছেন ৮ জন। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২ জন মারা যাওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আরও পড়ুন: একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২৫
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। এ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২১ জনের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার ১১ জন রয়েছে। এ ছাড়া ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। তবে সবচেয়ে বেশি বরিশালে, ৫ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোট দুই হাজার ৫৪৫ জন। এদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার ৮৫১ জন। আর এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৩৭৭ জন।
আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১
প্রতি বছর বর্ষার সময় ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। গত বছরের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার আটজন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। গত বছর এক হাজার ৭০৫ জন মানুষ ডেঙ্গু রোগে মারা গেছেন। যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এর আগে, ২০১৯ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের প্রাণহানি ঘটেছিল।
২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা নজরে না আসলেও ২০২১ সালে দেশজুড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ২০২২ সালে ডেঙ্গু জ্বর নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া ২০২২ সালে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।
এমএল/