জাপানি ক্যালিগ্রাফি শিল্পীর ওয়ার্কশপে উচ্ছ্বসিত শিশুরা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ১৭ই মে ২০২৪


জাপানি ক্যালিগ্রাফি শিল্পীর ওয়ার্কশপে উচ্ছ্বসিত শিশুরা
ছবি: সংগৃহীত

জাপান এম্বেসির আয়োজনে বাংলাদেশে এসেছেন জাপানের বিখ্যাত ক্যালিগ্রাফি শিল্পী সাতোকা আজুমা। 


শুক্রবার (১৭ মে) সকালে হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্রে সাতোকা আজুমা "শোদো ওয়ার্কশপ-দ্য আর্ট অফ জাপানিজ ক্যালিগ্রাফি" নামক একটি ওয়ার্কশপ পরিচালনা করেন। উক্ত ওয়ার্কশপে বাংলাদেশ শিশু একাডেমির শিশু বিকাশ কেন্দ্র, কেরানীগঞ্জ-এর শিশুরা অংশগ্রহণ করে। 


আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের দশতলা থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু


ওয়ার্কশপ এর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ক্যালিগ্রাফি শিল্পী সাতোকা আজুমা জাপানি ক্যালিগ্রাফি দর্শনের উপর একটি লেকচার প্রদান করেন এবং একটি বিশাল ব্রাশ দিয়ে ক্যালিগ্রাফি প্রদর্শন করেন। এরপর বড় ব্রাশটি দিয়ে ক্যালিগ্রাফি করেন। 


জাপানি ক্যালিগ্রাফি শিল্পী সাতোকা আজুমা এই কর্মশালার মাধ্যমে বাংলাদেশ ও জাপানের ভাষা ও সংস্কৃতির আদান-প্রদান হবে। সাসংস্কৃতিক বিকাশে এই আদান-প্রদান ভূমিকা পালন করবে।


আরও পড়ুন: বিমানবন্দর এলাকায় মাইক্রোবাসে আগুন


এরপর সাতোকা আজুমা বিভিন্ন স্কুল থেকে কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদেরকে ক্যালিগ্রাফি করতে সাহায্য করেন। বাংলাদেশ শিশু একাডেমির শিশু বিকাশ কেন্দ্র, কেরানীগঞ্জ-এর শিশুরা আগ্রহের সাথে কর্মশালায় অংশগ্রহণ করে এবং জাপানিজ ভাষা ক্যালিগ্রাফি করে। একই কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে অংশগ্রহণকারী শিশুরা। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।


এমএল/