কানাডা ও জাপান সফরে গণপূর্তমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৬ পিএম, ১৮ই মে ২০২৪

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ব্যক্তিগত সফরে কানাডা এবং জাপানের উদ্দেশ্যে এক রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন।
শনিবার (১৮ মে) সকালে তিনি কানাডার ভ্যানকুভারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ভ্যানকুভার যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে তার যাত্রাবিরতি করার কথা রয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে: পার্বত্য প্রতিমন্ত্রী
আগামী শনিবার (২৫ মে) তিনি টোকিওর উদ্দেশ্যে ভ্যানকুভার ত্যাগ করবেন এবং রবিবার (২৬ মে) টোকিও পৌঁছাবেন। সোমবার (২৭ মে) তিনি টোকিও থেকে নাগাসাকি পৌঁছাবেন। মঙ্গলবার (২৮ মে) নাগাসাকিতে অবস্থিত পিস মেমোরিয়াল প্রাঙ্গণে তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে জাপানের প্রতি উপহারস্বরপ প্রদত্ত পিস মনুমেন্ট উদ্বোধন করার কথা রয়েছে।
সফর শেষে আগামী শুক্রবার (৩১ মে) তিনি দেশে ফিরবেন বলে কথা রয়েছে।
এমএল/