বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ২২শে মে ২০২৪
মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান করেছে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম।
বুধবার (২২মে) ফোরামের রাজধানীর পল্টনস্থ অফিসে ১৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ফোরামের সভাপতি, সাবেক সেতু সচিব ড. মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইআরডি’র অতিরিক্ত সচিব ও বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের মহাসচিব মো. আনোয়ার হোসেন।
আরও পড়ুন: বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, শুধু চাকরির জন্য পড়ালেখা করলে হবেনা। ভালো মানুষ হওয়ার জন্যও নিরন্তর সাধনা করে যেতে হবে। বর্তমান বিশ্ব গ্রামের মতো। এই গ্লোবাল ভিলেজে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ দর্শনের কেন্দ্রবিন্দু তোমরাই। তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ এবং জাতি।
সভাপতি ও সাবেক সেতু সচিব ড. মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, দেশ ও জাতির কল্যাণে এই অঞ্চলের (নোয়াখালী, ফেনী, লক্ষীপুর) মানুষকে আরও এগিয়ে আসতে হবে। নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশ, জাতির সমৃদ্ধতায় এগিয়ে আসতে হবে।'
আরও পড়ুন: ডিসেম্বরে শেষ হচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্প
এ সময় আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফজলুল হক আরিফ, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক বেলাল হোসাইন চৌধুরী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. মো. কফিল উদ্দিন, রূপালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ, চৌমুহনী সরকারি এসএ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল হকসহ প্রমুখ।
এমএল/