পাবনায় নারী খামারীদের সাশ্রয়ী গো-খাদ্য তৈরির প্রশিক্ষণ কর্মশালা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪


পাবনায় নারী খামারীদের সাশ্রয়ী গো-খাদ্য তৈরির প্রশিক্ষণ কর্মশালা
ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে গো-খাদ্যের খরচ কমাতে ব্যয় সাশ্রয়ী গো-খাদ্য তৈরির উপর বে-সরকারী উন্নয়ন সংস্থা পিকেএসএফ এর সহায়তায় এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে পাবনার সদর উপজেলার বাড়ইপাড়া গ্রামে খামারীদের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে এলাকার ২৫ জন নারী খামারী অংশ গ্রহন করেন।


বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০টায় সদর উপজেলার বাড়ইপাড়ায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: ঈশ্বরদীতে ২৯৫ বোতল ফেনসিডিলসহ রেল নিরাপত্তা বাহিনীর সিপাহী আটক


জাগরণী চক্র ফউন্ডেশণের পাবনা জেলার জোনাল ম্যানেজার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হুসাইন।


প্রশিক্ষণে কিভাবে স্বল্প খরচে পুষ্টি সমৃদ্ধ গো-খাদ্য তৈরি করা যায় তা শেখানো হয়। প্রযুক্তির সহজীকরণে স্বল্প খরচে খাদ্য তৈরি করা শিখতে পারায় অংশ গ্রহনকারীরা অনেক খুশি।


এমএল/