মন খারাপ হলেই মিলবে ছুটি
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪
কখনো কখনো শরীর খারাপ থাকলেও অফিস থেকে ছুটে পাওয়া যায় না। এবং কি অসুস্থতার কারণে অফিসে যেতে না পারলে মেডিকেল সার্টিফিকেটসহ দরখাস্ত দিতে হয়। তবে এবার অবাক করার বিষয় হলো মন খারাপ হলে পাওয়া যাবে ছুটি।
সম্প্রতি চিনের একটি প্রতিষ্ঠান তাদের কর্মীদের এই ছুটি দিচ্ছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানের নাম পাং ডং লাই। এটি একটি চেইন সুপারমার্কেট। কর্মীদের বার্ষিক ছুটির সাথে অতিরিক্ত দশ দিনের ছুটি যোগ করেছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: কুরকুরে চিপস কিনে দেননি বলে ডিভোর্স চাইলেন স্ত্রী!
দ্য মর্নিং-এর প্রতিবেদনে বলা হয়, কর্মীদের মানসিক স্বস্তি রক্ষার জন্য এ বছরের মার্চ মাস থেকে এই নিয়ম চালু হয়েছে। মানসিক সুস্থতা ধরে রাখতে কর্মীরা বার্ষিক ছুটির সঙ্গে অতিরিক্ত দশ দিনের ছুটি নিতে পারবেন।
আরও পড়ুন: আজ অনলাইনে রোমান্স করার দিন
সুপারমার্কেটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইয়ু ডংলাই মনে করেন, “কর্মীদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় জীবন পাওয়ার অধিকার আছে।”
জেবি/এসবি