ঘূর্ণিঝড় রেমালের ‘চোখ’ ফুটেছে, তাণ্ডবের আশঙ্কা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ২৬শে মে ২০২৪


ঘূর্ণিঝড় রেমালের ‘চোখ’ ফুটেছে, তাণ্ডবের আশঙ্কা
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রে ‘চোখ’ -এর মতো দেখা গেছে। এর ফলে এটি ব্যাপক শক্তি নিয়ে উপকূলে আঘাত হানার আশঙ্কা তৈরি হয়েছে।


রবিবার (২৬ মে) আবহাওয়া অধিদফতর এবং আবহাওয়া পর্যবেক্ষণ সংক্রান্ত বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।


আরও পড়ুন: সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করবে রেমাল


ঘূর্ণিঝড়ের চোখ কী- জানতে চাইলে বিডব্লিউওটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন গণমাধ্যমকে জানান, “একটি সাইক্লোন যখন সংঘটিত হয় তখন আশপাশের মেঘগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। মেঘগুলো যখন ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে তখন এর প্রধান কেন্দ্র প্রচণ্ড গরম থাকে। গরমের ফলে ওই জায়গায় প্রচণ্ড শক্তি তৈরি হয়। এর ফলে নিচ থেকে জলীয় বাষ্পগুলো উপরের দিকে উঠে আসে।”


আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘রেমাল’দেখতে সৈকতে পর্যটকের ভিড়


তিনি আরও বলেন, “তখন উপরের জায়গা পরিষ্কার হয়ে যায়। এই অবস্থাকেই ঘূর্ণিঝড়ের ‘চোখ’ তৈরি হয়েছে বলা হয়। এমন অবস্থা তৈরি হলে চারপাশের মেঘগুলো ঘুরে ঘুরে মাঝখানে একটা চোখের মতো অবয়ব তৈরি করে। এটি মূলত একটি শক্তিশালী সাইক্লোনের লক্ষণ।”


জেবি/এসবি