ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

মঙ্গলবার (২২ মার্চ) রাত পৌনে ১১টার দিকে উখিয়ার কুতুপালং-এর ট্রানজিট ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

উখিয়ার শাহাপরীর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শেফায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ট্রাকটি উখিয়া থেকে বালুখালীর দিকে যাচ্ছিলো আর সিএনজিচালিত অটোরিকশাটি কক্সবাজারের দিকে আসছিল।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানান, কুতুপালং শিবিরের সামনে একটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অবস্থা দেখে কক্সবাজারের সদর হাসপাতালে পাঠানো হবে।

ওআ/