উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল, ধীরে ধীরে হবে দুর্বল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৪
প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র দেশের উপকূল অতিক্রম শেষ করেছে। ধীরে ধীরে ঘূর্ণিঝড়টি দুর্বল হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়টির পুরো প্রভাব শেষ হতে আরও ৫ থেকে ছয় ঘণ্টা লাগতে পারে।
এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর ।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি রবিবার (২৬ মে) রাত আটটার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এরপর উপকূল থেকে শুরু করে সারা দেশে বৃষ্টি শুরু হয়।
সোমবার (২৭ মে) সকাল আটটার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যম বলেন, ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে।
আরও পড়ুন: ভোলায় বাঁধ ধসে ৩০ গ্রাম প্লাবিত, প্রাণ গেল এক নারীর
তিনি বলেন, “এটি এখন খুলনা ও কয়রার দিকে আছে। এখনও এটি প্রবল ঘূর্ণিঝড় অবস্থায় আছে। তবে দুই ঘণ্টার মধ্যেই এটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের প্রভাব পুরোপুরি শেষ হতে চার থেকে পাঁচ ঘণ্টা লাগতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রবিবার সারা দেশেই বৃষ্টি হবে।”
আরও পড়ুন: রাত ১টার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড় হতে পারে
রবিবার রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, বরগুনা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, ভোলাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া বয়ে যায়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়।
জেবি/এসবি