রাজধানীর যেসব স্থানে বসছে কোরবানির পশুর হাট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৭শে মে ২০২৪
আসছে ঈদুল আজহা চলছে কোরবানির প্রস্তুতি। এবার কোরবানির পশু বেচাকেনায় দুই সিটি কপোরেশনের ১৯টি পশু হাট বসবে। ইতোমধ্যে ১২টি পশু হাটের ইজারা সম্পন্ন হয়েছে। এছাড়াও ই-হাটের মাধ্যমে কোরবানির পশু ক্রয়-বিক্রয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা উত্তর সিটি কপোরেশনের পশুর হাট:
আরও পড়ুন: রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ : কাদের
গাবতলী গবাদিপশুর স্থায়ী হাট, ভাটারা সূতিভোলা খাল সংলগ্ন খালি মাঠ, কাওলা শিয়ালডাঙ্গা এলাকার খালি স্থান, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর ওর্যাড, আফতাব নগর (স্টে-অর্ডার দিয়েছে হাইকোর্ট), মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের খোলা ময়দান, মোহাম্মদপুর বছিলা, ঢাকা পলিটেকনিক এলাকার খালি স্থানে বসবে কোরবানির পশু হাট।
ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের পশুর হাট:
আরও পড়ুন: রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি
সারুলিয়ায় স্থায়ী পশু হাট, উত্তর শাহজাহানপুর, লেদার টেকনলোজি কলেজ সংলগ্ন ময়দান, পোস্তগোলা শ্মশান সংলগ্ন ময়দান, মেরাদিয়া বাজার এলাকা, কমলাপুর স্টেডিয়াম এলাকা, দনিয়া কলেজ মাঠ, ধোলাইখাল ট্রাক টার্মিনাল এলাকা, আমুলিয়া মডেল টাউন, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন ময়দান, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডে কোরবানির পশু হাট বসবে।
গত কয়েকবছর দুই সিটি কপোরেশনের পশুর হাটের পাশাপাশি সাড়া ফেলেছে অনলাইনের পশুর হাট। এবারও ই-হাটের মাধ্যমে পশু বিক্রি করতে পারবে কৃষক ও খামারিরা।
জেবি/এসবি