আউশ ধানের আবাদ বৃদ্ধিতে অবহিত কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪
ময়মনসিংহে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক অবহিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: গাজীপুরে তীব্র তাপদাহে দেশীয় চায়না-৩ লিচু ঝরে পড়ছে
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. জিয়াউর রহমান, নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন আক্তার বানু।
আরও পড়ুন: ফলন বিপর্যয়ে দাম দ্বিগুণ বৃদ্ধি, শঙ্কায় পাবনার লিচু চাষিরা
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সালাম আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান। কর্মশালার কারিগরি সেশনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. এম. আর. জাহাঙ্গীর।
কৃষিতে কৃতিত্বপূর্ণ সফলতা অর্জন করায় প্রকল্পভুক্ত ৬ জেলার ৪৮০ জন কৃষককে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪৮ জন কৃষি কর্মকর্তা ও ৪৮ জন উপ সহকারী কৃষি কর্মকর্তাকে পুরষ্কার প্রদান করা হয়েছে। প্রকল্পের আওতায় ৬ জেলার আরও ১ হাজার ২৪৮ জন কৃষককে বিশেষ পুরষ্কার দেওয়া হয়েছে।
জেবি/এসবি