প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব তুষারের নিয়োগ বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
বুধবার (২৯ মে) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।
আরও পড়ুন: বেনজীর-আজিজকে সরকার প্রটেকশন দেবে না: সালমান
নতুন সরকার গঠনের পর গত ২৮ জানুয়ারি তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। এর প্রায় চার মাস পর তার নিয়োগ বাতিল হলো।
এ ছাড়া, বুধবার আরেক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপনে বলা হয়, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।
আরও পড়ুন: বৃহস্পতিবার পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, হাসান জাহিদ তুষার মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ইংরেজি দৈনিক ডেইলি স্টারে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
জেবি/এসবি