Logo

ঘরে বসেই জানানো যাবে নির্বাচন সংক্রান্ত অভিযোগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি, ২০২৬, ১৮:১৮
ঘরে বসেই জানানো যাবে নির্বাচন সংক্রান্ত অভিযোগ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার এবং নাগরিকদের জন্য এখন ঘরে বসে নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানানোর ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিশন জানিয়েছে, নতুন এই ব্যবস্থা ব্যবহার করে ভোটাররা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং নির্দিষ্ট ই-মেইলের মাধ্যমে অভিযোগ দাখিল করতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অঞ্চলভিত্তিক অভিযোগ গ্রহণ ও সমন্বয়ের দায়িত্বে কমিশন নির্দিষ্ট কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে। এছাড়া কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ জানাতে দুটি ই-মেইল ঠিকানা চালু করা হয়েছে: centralcord.complain@ecs.gov.bd এবং mscentralcord.complain@ecs.gov.bd

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ৩০০ সংসদীয় আসনের জন্য গত ১৪ ডিসেম্বর ২০২৫ নির্বাচন কমিশন বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করে। এ কমিটি কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ এবং অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

ইসি জানায়, এই উদ্যোগ দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে সহায়ক হবে। এছাড়া নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতা অব্যাহত থাকবে বলে কমিশন আশা করছে।

নির্বাচন কমিশন উল্লেখ করেছে, এই সেবা ভোটারদের জন্য আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়া নিশ্চিত করবে এবং নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD