অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্নও অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করা হবে।
বিজ্ঞাপন
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীতে ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিলের মাধ্যমে পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে। এতে করদাতাদের সময় ও ঝামেলা দুটোই কমানো সম্ভব হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যেসব রিটার্ন পেপারে জমা দেওয়া হয়েছিল, সেগুলোও অনলাইনে এন্ট্রি করা হবে। সার্কেল লেভেলে এন্ট্রি না দেওয়া কোনো সমস্যা থাকলে তা সমাধান করা হবে। আমাদের সব কাজ ডিজিটাইজড করা হবে। প্রয়োজনে আইনি সংশোধনের মাধ্যমে প্রসেসকে আরও সহজ করা হবে, যাতে জনগণের হয়রানি কমানো যায়।
অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলের মাধ্যমে রিফান্ড আবেদন সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
এনবিআর চেয়ারম্যান জানান, করদাতাদের আর ভ্যাট কার্যালয়ে যেতে হবে না; সব আবেদন অনলাইনে জমা ও অনুমোদন করা হবে।
এ বিষয়ে করদাতাদের প্রয়োজনীয় তথ্য এবং সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।








