শীতার্ত ও দুস্থদের মাঝে সরকারিভাবে ২০ লাখের বেশি কম্বল বিতরণ

দেশের শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সরকারিভাবে ব্যাপক পরিসরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে মোট ২০ লাখ ৫০ হাজারের বেশি কম্বল শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
সরকারি সূত্র জানায়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে পাওয়া ৫ লাখ ৯৩ হাজার ৫০০টি কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় কেনা কম্বল মিলিয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ লক্ষ্যে প্রথম ধাপে কম্বল ক্রয়ের জন্য ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় ধাপে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
শীত মৌসুম শুরুর আগেই দেশের আট বিভাগে অবস্থিত ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা ও সব পৌরসভায় শীতবস্ত্র কেনা ও বিতরণের জন্য এসব অর্থ বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের কম্বল এবং প্রথম ধাপের বরাদ্দের অর্থ দিয়ে ৭ লাখ ৫০ হাজার ৫৮৯টি কম্বল কিনে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে বিতরণ সম্পন্ন করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া দ্বিতীয় ধাপের বরাদ্দ থেকে আরও ৭ লাখ কম্বল ক্রয় করা হয়েছে, যা বর্তমানে সারাদেশে বিতরণ কার্যক্রমের আওতায় রয়েছে। জেলা প্রশাসকদের চাহিদার ভিত্তিতে প্রয়োজনে অতিরিক্ত কম্বল কেনার জন্য অর্থ বরাদ্দ দেওয়ার প্রক্রিয়াও অব্যাহত আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
কম্বল বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও নিয়মনীতি নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল বিতরণ এবং মন্ত্রণালয়ের বরাদ্দের অর্থ দিয়ে কম্বল ক্রয়ের ক্ষেত্রে সব ধরনের আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) জরুরি ভিত্তিতে কম্বল কিনে তা শীতার্ত ও দুস্থ মানুষের হাতে পৌঁছে দিচ্ছেন।
বিজ্ঞাপন
এদিকে কম্বল কেনা ও বিতরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নিয়মিত তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে তীব্র শীতে দেশের দরিদ্র ও অসহায় মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।








