Logo

ভারতে খেলবে না বাংলাদেশ, সিদ্ধান্তে অটল সরকার: আসিফ নজরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি, ২০২৬, ১৮:২৫
ভারতে খেলবে না বাংলাদেশ, সিদ্ধান্তে অটল সরকার: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার তাদের অবস্থানে দৃঢ় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেন, এই অবস্থানের যৌক্তিকতা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বোঝাতে বাংলাদেশ সক্ষম হবে।

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। বাংলাদেশ ক্রিকেট খেলতে আগ্রহী এবং বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে সেটি হতে হবে নিরাপদ ও সম্মানজনক পরিবেশে। এ ক্ষেত্রে আয়োজক দেশ শ্রীলংকায় ম্যাচ খেলতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট ও অনড়।

কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে আইসিসিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে বলে জানান তিনি। আইসিসি বিষয়টি নিরপেক্ষ ও সহানুভূতির সঙ্গে বিবেচনা করে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দেবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন উপদেষ্টা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের কারণে এসব ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের জন্য ইতোমধ্যে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD