Logo

কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২ জুন, ২০২৪, ০১:১১
কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

বাড়ীর উঠানে খেলতে গেলে কোন এক সময় পাশের পুকুরে পড়ে যায়

বিজ্ঞাপন

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে বারবাকিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত শিশুরা হলেন, কাদিমাকাটা গ্রামের জহির আহমদের মেয়ে মুন্নি (৪) ও টইটং ইউনিয়নের মধুখালী এলাকার বেলাল উদ্দিনের মেয়ে মনিরা (৩)।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর আলম ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, সকালে ওই দুই শিশু পাশের বাড়ীর উঠানে খেলতে গেলে কোন এক সময় পাশের পুকুরে পড়ে যায়। পরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য স্বাস্থ্য বিভাগের লোকজন আসলে ক্যাপসুল খাওয়াতে দুই শিশুদের খুঁজতে গেলে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, সকাল ৮ টার দিকে দুটি শিশুকে পুকুর থেকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে আত্মীয়-স্বজনরা। দুজনেরই পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD