নারায়ণগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ১লা জুন ২০২৪


নারায়ণগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন
ছবি: প্রতিনিধি

জনপ্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীণা সাহিত্য পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩১ মে) বিকাল ৪ টায় পাগলা উচ্চ বিদ্যালয়ে কবি কন্ঠে কবিতা পাঠ, গুণীজন সংবর্ধনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা শুরু হয়। 


আলোচনা সভায় পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর সরকারি কলেজ, মানিকগঞ্জ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আমির হোসেন।


আরও পড়ুন: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী আজ


প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। 


উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ডেল্টা হাসপাতাল ও ল্যাবের চেয়ারম্যান মেজর (অব:) ডা. সোহেলুর রহমান।


মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশন চেয়ারম্যান সেলিনা সুলতানা শিউলী।


আরও পড়ুন: সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের প্রয়ান দিবস উপলক্ষে স্মরণ সভা


এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি হাজী মো. আবুল হোসেন, পাগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যবৃন্দ, নারী উদ্যোক্তা, সংগীতশিল্পী, ভায়োলিন বাদক, আবৃত্তি শিল্পীসহ আরো অনেক নজরুলপ্রেমী।


এমএল/