সাইবার হামলা করে সাড়ে ৩ হাজার কোটি টাকার বিটকয়েন চুরি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ১লা জুন ২০২৪


সাইবার হামলা করে সাড়ে ৩ হাজার কোটি টাকার বিটকয়েন চুরি
ফাইল ছবি

জাপানের ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ডিএমএম। সম্প্রতি প্রতিষ্ঠানের বিটকয়েনে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে বিপুলসংখ্যক বিটকয়েন (ভার্চ্যুয়াল মুদ্রা) চুরি করেছে হ্যাকাররা।


ডিএমএমের দাবি, হ্যাকাররা সাড়ে ৪ হাজারের বেশি বিটকয়েন চুরি করেছে। যার মূল্য ৩০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (৩ হাজার ৬০৩ কোটি টাকা)।


আরও পড়ুন: দেশে সাইবার হামলায় মুক্তিপণ দেয়ার হার বেড়েছে ৫০০ শতাংশ


ওই প্রতিষ্ঠানে বিটকয়েনে চালানো এই সাইবার হামলাকে ভার্চুয়াল মুদ্রার ইতিহাসে অষ্টম বৃহত্তম চুরি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হলেও হ্যাকাররা চুরি করা বিটকয়েন ১০টি ভিন্ন ভিন্ন ওয়ালেটের মাধ্যমে সরিয়ে ফেলেছে।


ওয়েব নিরাপত্তা সংস্থা ডিফাই জানায়, হ্যাকাররা গেল বছর কয়েক ডজন সাইবার হামলা চালিয়ে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের বিভিন্ন ভার্চ্যুয়াল মুদ্রা চুরি করেছে।


আরও পড়ুন: সাইবার পুলিশ ইউনিট স্থাপন করা হবে: প্রধানমন্ত্রী


গত ২০২৪ সালে এ পর্যন্ত ৪৭ কোটি ৩০ লাখ ডলার সমমূল্যের ভার্চ্যুয়াল মুদ্রা চুরি করেছে তারা। 


জেবি/এসবি