‘যতদিন উপাচার্য থাকবে ততদিন বিশ্ববিদ্যালয় পিছিয়ে থাকবে’


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪


‘যতদিন উপাচার্য থাকবে ততদিন বিশ্ববিদ্যালয় পিছিয়ে থাকবে’
ছবি: প্রতিনিধি

‘আমাদের একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাবো। আমরা শিক্ষার্থীদের সাথে একমত। আমরাও ক্লাসে ফিরতে চাই কিন্তু এর আগে উপাচার্যকে পদত্যাগ করতে হবে। যতদিন উপাচার্য থাকবে ততদিন বিশ্ববিদ্যালয় পিছিয়ে থাকবে।’


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে ১৬ তম দিনের মত অবস্থান কর্মসূচি পালনকালে এমন মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ড. আবু তাহের।


আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসি বৈষম্য


সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করেন উনারা।


এসময় তিনি আরও বলেন, 'উপাচার্য সমস্যা সমাধানে আন্তরিক নন। গত ২৮ এপ্রিলের ঘটনা নিয়ে তদন্ত করার জন্য যে কমিটি করা হয়েছিল, সেই কমিটির একজন মেম্বারের ব্যাপারে আপত্তি জানানোর পরও এতদিনেও ওনাকে পরিবর্তন করেননি। আসলে তিনি সমস্যার সমাধান চান না।'


আরও পড়ুন: ইবিতে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং ঘটনায় তিনজনকে বহিষ্কার


উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে গত ৬ মে থেকে অবস্থান কর্মসূচি পালন করছে কুবি শিক্ষক সমিতি।


এমএল/