ভারতের নির্বাচন: কোন দল কত আসনে এগিয়ে?


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪


ভারতের নির্বাচন: কোন দল কত আসনে এগিয়ে?
ফাইল ছবি

ভারতে লোকসভার ৫৪৩ আসনের নির্বাচন শেষে আজ চূড়ান্ত ফলাফল ঘোষণা চলছে।


মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় এ গণনা।


সর্বশেষ পাওয়া খবর অনুসারে, ভারতের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত প্রকাশিত ফলাফলে কোন দল কত আসনে এগিয়ে রয়েছে, চলুন জেনে নেয়া যাক।


বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট : ২৯৪


বিজেপি- ২৪১


আরও পড়ুন: পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল


তেলেগু দেশম পার্টি (টিডিপি)- ১৬


জনতা দল (ইউনাইটেড)- ১৪


লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)- ৫


জনতা দল- ২।

বিরোধী ইনডিয়া জোট : ২৩২


কংগ্রেস- ৯৯


সমাজবাদী পার্টি- ৩৫


তৃণমূল কংগ্রেস- ২৯


আরও পড়ুন: ২৯০ আসনে মোদির এনডিএ এগিয়ে, রাহুলের ইন্ডিয়া ২৩৭


দ্রাবিড় মুনেত্রা কাজগাম (ডিএমকে)- ২১


শিবসেনা (উদ্ধব ঠাকরে)- ১০


জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার)- ৭


যুবজন শ্রমিক রাইঠু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি)- ৪


ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - (সিপিআইএম)- ৪

ভারতের ৫৪৩ আসনের লোকসভায় সরকার গঠনের জন্য কোনও দল বা জোটের ২৭২ আসনে জয় দরকার।


সূত্র: বিবিসি।


জেবি/এসবি