বাজেট অধিবেশন শুরু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪


বাজেট অধিবেশন শুরু
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে এটি চলতি বছরের তৃতীয় অধিবেশন।


বুধবার (৫ জুন)  ৫টার দিকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।


আরও পড়ুন: শিশুকেন্দ্রিক বাজেট দেখতে চায় ইউনিসেফ ও শিশুরা


আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) সংসদে আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। এটি আওয়ামী লীগের টানা চতুর্থবারের সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট। 


আরও পড়ুন: বাজেটে মূল্যস্ফীতি, রিজার্ভ ও রাজস্ব আদায়ে চ্যালেঞ্জ আছে: অর্থমন্ত্রী


এবারের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী । জাতীয় সংসদে উত্থাপনের পর প্রস্তাবিত এ বাজেটের ওপর সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। এর পর আগামী ৩০ জুনের মধ্যে বাজেট পাস হওয়ার কথা রয়েছে।


জেবি/এসবি