সংসদে বাজেট উত্থাপন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ৬ই জুন ২০২৪
২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন শুরু শুরু হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন।
বৃহস্পতিবার ( ৬ মে) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। পরে বিকাল সোয়া ৩টায় অর্থমন্ত্রী বাজেট উত্থাপন শুরু করেন।
আরও পড়ুন: মন্ত্রিসভায় বাজেট প্রস্তাব অনুমোদন
এর আগে এদিন দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক
এদিন সকাল সাড়ে ১০টার দিকে ২০২৪-২৫ অর্থ-বছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে রওনা দেন অর্থমন্ত্রী। পরে পৌনে ১১টায় সংসদে পৌঁছান তিনি।
জেবি/এসবি