তীব্র স্রোতে ভাঙছে মেরিন ড্রাইভ সড়ক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ৭ই জুন ২০২৪


তীব্র স্রোতে ভাঙছে মেরিন ড্রাইভ সড়ক
ছবি: জনবাণী

কক্সবাজার-টেকনাফে বঙ্গোপসাগরের প্রবল ঢেউয়ের কারণে আবারও তীব্র ভাঙ্গনের কবলে পড়েছে টেকনাফ সাবরাং মুন্ডার ডেইল এলাকার মেরিন ড্রাইভ সড়ক। শীঘ্রই মেরামত করা না হলে ব্যাপকভাবে ভাঙনের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান স্থানীয়রা।


শুক্রবার (৭ জুন) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, টেকনাফের সাবরাং, মুন্ডার ডেইল, নৌ-ঘাট সংলগ্ন এলাকায় মেরিন ড্রাইভ সড়কে ব্যাপক ভাঙন দেখা দেয়।


গত দুই দিনে ধরে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ঢেউয়ের ধাক্কায় ভাঙন তীব্র হচ্ছে। ঝুঁকিতে রয়েছে টেকনাফ সাবরাং মুন্ডার ডেইল সহ আরো বেশ কয়েকটি এলাকা।


আরও পড়ুন: কক্সবাজারে শ্রেষ্ঠ সার্কেল রাসেল, ওসি মুহাম্মদ ওসমান গনি


স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় তীব্র ঢেউ এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে। এছাড়াও পূর্ণিমার জোয়ারের কারণে সাগরের উচ্চতাও অনেক বেড়ে গেছে। ফলে বড় বড় ঢেউ মেরিন ড্রাইভ সড়কের গোড়ায় আছড়ে পড়ছে। এতে সড়ক রক্ষাকবজ জিও ব্যাগ দুর্বল হয়ে হয়ে যাচ্ছে এবং জিও ব্যাগ ডিঙিয়ে উত্তাল ঢেউ সড়কে আঘাত হানছে।


এর আগে আইন অমান্য করে মেরিন ড্রাইভ সড়কের নিকটস্থ সমুদ্র সৈকত থেকে বালু তুলে জমি ভরাট করেছে তীরবর্তী ভূমি মালিক ও ডেভেলপার প্রতিষ্ঠানগুলো। এসব কারণে সাগরে সামান্য পানি বাড়লেও এ মেরিন ড্রাইভ রোডে ভাঙন দেখা দেয়।


টেকনাফ সাবরাং জিরো পয়েন্ট থেকে কক্সবাজার কলাতলী পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের দৈর্ঘ্য ৮০ কিলোমিটার। সড়ক ও জনপথ বিভাগের অধীন হলেও এর নির্মাণ তদারকি ও রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল কোর।


আরও পড়ুন: কক্সবাজারে জাল পেচানো জেলের মরদেহ উদ্ধার


স্থানীয় বাসিন্দা মো. আলম জানান, বর্তমানে আমরা খুবই আতঙ্কে রয়েছি। কয়েকদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জোয়ারের পানি বৃদ্ধি ও সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের কারণে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা না হলে, মেরিন ড্রাইভ সড়ক ভেঙ্গে পূর্ব পাশে বসবাসরত শত-শত বসতবাড়ি ও কৃষি ক্ষয়ক্ষতির ব্যাপক আকারে রূপধারণ করতে পারে। তাই দ্রুত সময়ে মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট দৃষ্টি আকর্ষণ করছি।


বিষয়টি অবগত হওয়ার পর ভাঙন কবলিত স্থান মেরিন ড্রাইভ সড়কের সাবরাং মুন্ডার ডেইল নৌ-ঘাট সংলগ্ন সড়ক পরিদর্শনে এসে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, খবর পেয়ে আমি পরিদর্শনে এসেছি এবং বিষয়টি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কার করা হবে ।


উল্লেখ্য যে, গেল বছরেও একই এলাকায় মেরিন ড্রাইভ সড়কের ব্যাপক ভাঙন শুরু হেয়েছিল পরে, বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সংস্কার করা হয়েছিল।


এমএল/