মসলার দাম বৃদ্ধি নিয়ে যা জানালেন ভোক্তার ডিজি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪


মসলার দাম বৃদ্ধি নিয়ে যা জানালেন ভোক্তার ডিজি
প্রতীকি ছবি

অযৌক্তিকভাবে গত এক মাসে গরম মসলার দাম ৭০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।


শনিবার (৮ জুন) রাজধানীর পুরান ঢাকায় ঈদুল আজহা সামনে রেখে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ঢাকাস্থ মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।


আরও পড়ুন: আমদানি শুল্ক কমানোর সুফল পেতে সময় লাগবে: ভোক্তার ডিজি


তিনি বলেন, “অযৌক্তিকভাবে কিছু পণ্যের দাম বাড়ানো হচ্ছে। কোরবানি এলেই গরম মসলার দাম বাড়ে। গত এক মাসে গরম মসলার দাম বেড়েছে ৭০ শতাংশ। এভাবে দাম বাড়ার কথা নয়। তাহলে নিশ্চয়ই বাজারে কোনো কারসাজি হচ্ছে!” এসময় অযৌক্তিকভাবে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।


আরও পড়ুন: এসএমএসের মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রণ হয়: ভোক্তার ডিজি


ভোক্তার ডিজি  আরও বলেন, “বাজারে কিছু পণ্যের দ্রব্যমূল্য বাড়ার কিছু যৌক্তিক কারণ আছে। ডলারের দাম বৃদ্ধি, ডলার সংকট, জ্বালানির দাম বৃদ্ধি ও এলসির সমস্যার মতো কিছু কারণ আছে। এসব সমস্যা অস্বীকার করার সুযোগ নেই। তা ছাড়া সব ব্যবসায়ী খারাপ নয়। কতিপয় ব্যবসায়ীর জন্য সবার বদনাম হয়।”


 ব্যবসায়ীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।


জেবি/এসবি