টেকনাফে একদিনে অজ্ঞাত ২ ব্যক্তির অর্ধগলিত মরদেহ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:০৯ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪
কক্সবাজারের টেকনাফে একদিনে পৃথকভাবে ২ ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যেই সমুদ্র সৈকতে থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। অপরদিকে নাফ নদীতে ভেসে আসা অজ্ঞাত অপর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
রবিবার (৯ জুন) বিকাল সাড়ে ৫ টায় মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়াস্থ শামীমা এন্ড কোম্পানী ফিলিং স্টেশন সংলগ্ন সৈকতে মরদেহটি ভেসে আসে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।
মৃত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৪০ বছরের বেশী বলে জানান ওসি।
আরও পড়ুন: টেকনাফে সমুদ্র সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ
স্থানীয়দের বরাতে ওসমান গনি বলেন, বিকালে জোয়ার শুরু হওয়ার সময় সাগরের ঢেউয়ের সাথে সৈকতে একটি মরদেহ ভেসে আসে। এসময় মরদেহটি পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। মৃত ব্যক্তির শরীরের ট্যটু আঁকা রয়েছে এবং দেহাবয়ব ক্ষুদ্র নৃ-গোষ্টির সম্প্রদায়ের মত। দেহের বিভিন্ন অংশের চামড়া উঠে যাওয়ার পাশাপাশি ফুলে-ফেঁপে গেছে। এতে ধারণা করা হচ্ছে, অন্তত ২/৩ দিন আগে তার মৃত্যু হয়েছে।
ওসি বলেন, স্থানীয়রা ধারণা করছেন, এটি মিয়ানমারে আভ্যন্তরীণ সংঘাতে নিহত কোন ব্যক্তির মরদেহ হতে পারে।
মরদেহটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মুহাম্মদ ওসমান গনি।অপরদিকে, রবিবার দুপুরে টেকনাফের জালিয়াপাড়া এলাকায় নাফ নদীতে অজ্ঞাত পরিচয় আরও একটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আরও পড়ুন: মিয়ানমার থেকে ফিরলেন ৪৫ বাংলাদেশি, ফেরত গেলেন ১৩৪ বিজিপি সদস্য
টেকনাফ নৌ পুলিশের পরিদর্শক তপন কুমার বিশ্বাস বলেন, নাফ নদীতে ভেসে আসা একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমএল/