নয়াপল্টনে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ১০ই জুন ২০২৪


নয়াপল্টনে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব
ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জামাদির সন্ধান পেয়েছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)।


বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির সন্ধান পাওয়া গেছে দাবি করে সোমবার (১০ জুন) সকাল থেকে ওই বাড়িটি ঘিরে রেখেছে র‍্যাব-৩ এর একটি দল।


আরও পড়ুন: এবার গৃহহীন-ভূমিহীনমুক্ত হচ্ছে ঢাকা জেলা


সোমবার (১০ জুন) সকাল থেকে ওই বাড়িটি ঘিরে রেখেছে র‍্যাব-৩ এর আভিযানিক একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর।


তিনি জানিয়েছেন, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। তারা নয়াপল্টনের একটি বাড়িতে (বাড়ি নং-৬৩) এ ব্যবসা করে আসছিলেন বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা উপার্জন করতেন তারা। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অভিযান পরিচালিত হবে।


আরও পড়ুন: কাওসার ও মনিরুলের মধ্যে ব্যক্তিগত কোনও বিরোধ ছিল না: ডিএমপি


অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাব-৩ এর অধিনায়ক।


জেবি/এসবি