মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের বৃক্ষরোপণ ও জাতীয় ফল মেলার স্টল পরিদর্শন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ১০ই জুন ২০২৪


মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের বৃক্ষরোপণ ও জাতীয় ফল মেলার স্টল পরিদর্শন
ছবি: প্রতিনিধি

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মুন্সীগঞ্জ সদর এবং সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ সদর এর কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুজাফর রিপন।


সোমবার (১০ জুন) কার্যালয় গুলো পরিদর্শন করেন তিনি। 


পরিদর্শনকালীন সময়ে তিনি দপ্তরসমূহের বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন এবং জনগণের সেবার মান উন্নয়নে দপ্তর প্রধানদ্বয়কে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।


আরও পড়ুন: মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকেকেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত এক


সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে পরিদর্শন শেষে গৌরবময় ২২৪০ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনি একটি ফলজ গাছের চারা রোপণ করেন।


এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ সদর এর কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত জাতীয় ফল মেলা ২০২৪ এর স্টলসমূহ পরিদর্শন করেন।


আরও পড়ুন: ডুয়েটে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু


এসময় উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আফিফা খানম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছ উজ জামান, উপজেলা নির্বাহী প্রকৌশলী এল জি ই ডি ইজ্ঞিনিয়ার শফিকুল ইসলাম, পল্লীবিদ্যুৎ ডিজিএম ইজ্ঞিনিয়ার মো. এনামুল হক, মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আইও) আহম্মেদ রেজা আল মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন।


জেবি/এসবি