Logo

‘নিয়োগ বন্ধ’ রাখতে উপাচার্যকে চিঠি, উপাচার্য বললেন 'অযৌক্তিক'

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৪, ০৫:৫৫
40Shares
‘নিয়োগ বন্ধ’ রাখতে উপাচার্যকে চিঠি, উপাচার্য বললেন 'অযৌক্তিক'
ছবি: সংগৃহীত

তবে এমন দাবিকে 'অযৌক্তিক' বলছেন উপাচার্য

বিজ্ঞাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি পদোন্নতি ব্যতীত অন্যসকল প্রকার নতুন নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন। তবে এমন দাবিকে 'অযৌক্তিক' বলছেন উপাচার্য।

উপাচার্য জানান, ‘আমাদের প্রশাসন এবং সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চালানোর জন্য নিয়োগ দেওয়া জরুরি ৷এখন উনারা যেভাবে নিয়োগ স্থগিত করতে বলছেন এটি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা যথাযথ নিয়মে যেভাবে নিয়োগ দিয়েছি সেভাবে সকল আইন মেনেই নিয়োগ দিবো।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ জুন) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান খান সাক্ষরিত এক চিঠির থেকে এই বিষয় জানা গেছে।

চিঠিতে বলা হয়, ‘৯৫তম সিন্ডিকেট সভায় যে-সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা শিক্ষক সমিতি পেয়েছে। তবে শিক্ষকদের যে-সকল দাবিসমূহ ছিল সেগুলো পূর্ণাঙ্গ ভাবে না মেনে নেওয়া পর্যন্ত কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি যারা ইতোমধ্যে পদোন্নতি বা স্থায়ীকরণ থেকে বঞ্চিত হয়েছে তাদের বিষয়টি যথাযথভাবে নিষ্পত্তি করা জরুরি। তাছাড়া শিক্ষকদের উপর ২৮ এপ্রিল যে হামলা করা হয় সেটির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পদোন্নতি ব্যতীত কোনোপ্রকার নতুন নিয়োগ না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই বিষয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের জানান, ‘আমাদের উপর ২৮ তারিখ যে হামলা করা হয়েছিলো সেখানের অনেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চাকরিপ্রত্যাশী। আমাদের অনুমান যদি পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার আগে কোনো নিয়োগ হয় তবে সে হামলা সাথে জড়িতরা চাকরি পেতে পারে। তাই আমরা উপাচার্য স্যারকে গিয়ে মঙ্গলবার অনুরোধ করেছি সম্পূর্ণভাবে আমাদের দাবি দাওয়া নিষ্পত্তির আগে যেন উনি কোনো নিয়োগ না দেন এবং এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছি।’

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD