অফসোর ব্যাংকিং ডিপোজিট কার্যক্রম চালু করলো ইবিএল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ১১ই জুন ২০২৪


অফসোর ব্যাংকিং ডিপোজিট কার্যক্রম চালু করলো ইবিএল
ছবি: প্রতিনিধি

অফসোর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমানত সংগ্রহ কার্যক্রম চালু করেছে বেসরকারী খাতের ইস্টার্ন ব্যাংক। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশী, বিদেশী নাগরিক এবং সারা বিশ্বের কর্পোরেট গ্রাহকরা সহজেই একাউন্ট খোলা এবং ডিপোজিট করার সুবিধা পাবেন। আমানত থেকে প্রাপ্ত আয়ের ক্ষেত্রে কোন কর প্রযোজ্য হবে না। 


মঙ্গলবার (১১ জুন) রাজধানীর গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন এই ডিপোজিট কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালিক আলী রেজা ইফতেখার। 


আরও পড়ুন: ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করলো কেন্দ্রীয় ব্যাংক


আলী রেজা ইফতেখার এ প্রসঙ্গে বলেন, অফসোর ব্যাংকিং সুবিধা প্রদানের মাধ্যমে বাংলাদেশী ব্যাংকগুলোর সেবার পরিধি প্রবাসী বাংলাদেশী এবং বিদেশে অবস্থিত কর্পোরেটদের মাঝেও সম্প্রসারিত হবে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও তারল্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। 


সারা বিশ্বের গ্রাহকদের সুবিধার্থে ইবিএল ওয়েভ ভিত্তিক পোর্টালের মাধ্যমে হিসাব খোলা এবং আমানত করার সুযোগ প্রদান করেছে। এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত হবে এবং গ্রাহকরা উপভোগ্য ব্যাংকিং অভিজ্ঞতা লাভ করবেন। 


এমএল/