‘বিদ্যুতের দাম বাড়বে কি না, তা এখনই বলা যাচ্ছে না’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘বিদ্যুতের দাম বাড়বে কি না, তা এখনই বলা যাচ্ছে না’

‘বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের চেষ্টা থাকবে’ মন্তব্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘আগামী সময়ে বিদ্যুতের দাম বাড়বে কি না, তা এখনই বলা যাচ্ছে না।’

বৃহস্পতিবার (২৪ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের দাম আমরা সহনীয় পর্যায়ে রাখতে চাই। দামের বিষয় বিইআরসির ওপর নির্ভর করছে। এখন বিদ্যুতে সরকার কতটুকু বিনিয়োগ করবে সেটা সরকারের বিষয়। আমরা চাই স্থিতিশীল রাখার জন্য। এখন কতটা শক নিতে পারবে সরকার। যদি আমাদের প্রস্তাব নেয় তাহলে কথা নেই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী রমজানে দেড় হাজার মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ লাগবে মসজিদে। সেখানে এসি ও ফ্যান বেশি চলবে।’

বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পদক প্রাপ্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের সম্মাননা রক্ষা করা এখন আমাদের বড় চ্যালেঞ্জ। আগামী সময়ে কীভাবে আরও বড় কাজ করা যায়, সেটা নিয়ে কাজ করছি আমরা।’

ওআ/