দীর্ঘদিন তাজা ফুল সংরক্ষণ করার উপায়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ফুল আমাদের মন ভালো করে দেয়। ফুলের সুবাসে ঘরের পরিবেশই বদলে যায়। অনেকেই তাজা ফুলে সাজাতে ভালোবাসেন ঘর। কিন্তু দ্রুত নস্ট হয়ে যায় বলে মন ভার করে আর কেনা হয়না ফুল। তবে আপনি চাইলেই কিন্তু খুব সহজেই দীর্ঘদিন সংরক্ষণ করে প্রিয় ফুলে সাজাতে পারেন ঘর। চলুন জেনে নেই:
শুরুতেই ফুল নির্বাচনে সচেতন হোন। বড় বড় ফোটা ফুল না বেছে কুঁড়ি নিন। আলো বাতাসে রাখলে সে ফুল ভালো থাকবে বহুদিন।
এরপরই খেয়াল রাখুন, ফুলদানিতে ফুল রাখবার সময় অবশ্যই পাতাগুলিকে আগে যেন ফেলে দেয়া হয়। পাতা সহ ফুল রাখলে দ্রুত নস্ট হয়ে যায়।
এবারে নিয়ম করে অবশ্যই দুদিন পর পর পানি পাল্টে দিতে হবে। পানও শুকিয়ে গেলে কিন্তু ফুলও শুকিয়ে যাবে। তাই এক্ষেত্রে একেবারেই আলসেমি করা চলবেনা।
এরপর মাঝে মাঝে সাজিয়ে রাখা ফুলে স্প্রেয়ারের সাহায্যে পানি ছিটিয়ে দিতে হবে। এতে করে ফুলগুলো থাকবে সুন্দর এবং তরতাজা।
ফুল দীর্ঘদিন ভালো রাখতে পানিতে মিশিয়ে দিন সামান্য লবণ, এতে করে ফুল থাকবে দীর্ঘদিন তরতাজা। আর যদি গোলাপে সাজাতে ভালোবাসেন ঘর। তবে খেয়াল রাখুন কাণ্ডটি যেন কখনোই পানিতে ডুবে না থাকে। নাহলে কিন্তু পচে যাবে শখের ফুল। কাণ্ড লম্বা করে কেটে সাজিয়ে রাখুন প্রিয় ফুলদানিতে। ভালো থাকবে দীর্ঘদিন।
জি আই/