বিএনপি-জামায়াতের রাজনীতি করার অধিকার নেই: হানিফ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বিএনপি-জামায়াতের এই দেশে রাজনীতি করার অধিকার নাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২২ এ প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান দেশকে অন্ধকারে ডুবিয়েছিল। রাজারকারদের পুনর্বাসন করে পাকিস্তানের ভাবধারা প্রতিষ্ঠা করেছিল। এছাড়া জামায়াত ৭১ এ রাজাকার ছিল, পাকিস্তানি সৈনিক ছিল। তারা যুদ্ধাপরাধীদের ফাঁসির সময় পাকিস্তানে নিন্দা প্রস্তাব করা হয়। তাই বিএনপি-জামায়াতের এই দেশে রাজনীতি করার অধিকার নাই। আজ আওয়ামী লীগের নেতাকর্মীদের শপথ নিতে হবে। সরকারের উন্নয়নের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি অপশক্তিকে রুখতে হবে।'
হানিফ বলেন, ‘বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বঙ্গবন্ধু বারবার কারাবরণ করেছেন। মাত্র সাড়ে ৩ বছরে তিনি দেশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন। বঙ্গবন্ধু যেমন কোমল মনের মানুষ ছিলেন তেমনি ছিলেন দৃঢ়চেতা। আর তার মনোবল সবসময়ই ছিল অটুট।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে হয় না। মহাপণ্ডিত হতে হয় না। ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়া চীন’ পড়লেই জানা যাবে বঙ্গবন্ধুকে, আর এইগুলো নিজের জীবনে প্রতিফলন ঘটাতে পারলেই হওয়া যাবে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। শেখ হাসিনার প্রকৃত সৈনিক। এমন সৎ, মেধাবী নেতৃত্ব তৈরির প্রতিযোগিতা হয় সংগঠনের সম্মেলনে। এদের দিয়েই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ব আলো ঝলমলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।’
সম্মেলন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনে সাংসদ আশেক উল্লাহ রফিক।
ওআ/