সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৭ পিএম, ১৬ই জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রার ওপর দফায় দফায় হামলার ঘটনায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক ঘোষণা অনুযায়ী, গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করবে। সারাদেশের সমস্ত ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের ছাত্রজনতাকে নিয়ে একযোগে ব্লকেড কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জের পরিস্থিতি এখন রণক্ষেত্রের মত কঠোর ও উত্তেজনাপূর্ণ। জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন এনসিপির নেতা নাহিদ, হাসনাত ও সারজিসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে তীব্র সাড়া ফেলেছে এবং আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের
