পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪

কোরবানির ঈদকে সামনে রেখে পরিবার-পরিজনদের কাছে যেতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। আর এর ফলে পদ্মা সেতুতে বেড়েছে টোল আদায়। পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড হয়েছে।
শুক্রবার (১৪ জুন) সেতু পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে চার কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা। যা একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড এটি।
আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি
পদ্মা সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৮৯৬টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ১৩৭টি যানবাহন পার হয়েছে। এতে সেতুর রক্ষণাবেক্ষণের গাড়ি বাদে মাওয়া প্রান্তে ইটিসিএস, ক্রেডিটসহ আয় হয় দুই কোটি ৭৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকা। জাজিরা প্রান্তে আয় হয় দুই কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০০ টাকা।
আরও পড়ুন: ট্রেনের দরজায় ঝুলে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ
এর আগে, পদ্মা সেতুর দ্বিতীয় সর্বোচ্চ টোল গতবছরের ২৭ জুন আদায় হয়েছিল। ওইদিন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় চার কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। যা তৃতীয় সর্বোচ্চ আয় হিসেবে গণ্য। একদিনে সর্বোচ্চ চার কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা টোল আদায়ের রেকর্ড চলতি বছরের ৯ এপ্রিল হয়। এদিন মোট যানবাহন পারাপার হয়েছিল ৪৫ হাজার ২০৪টি।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রোহিঙ্গারা আগামী ঈদ মিয়ানমারে করতে পারেন সেই চেষ্টা চলছে: ড. ইউনূস

সংস্কার ছোট পরিসরে হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে

আমরা যথেষ্ট ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে: ড. ইউনূস

রোহিঙ্গারা বাড়ি ফিরতে চায়, সংকটের প্রধান সমাধান প্রত্যাবাসন
